রঙ বেরঙের বিকেলগুলো কান্না হাসি চেপে,
তোর পাশে যেন থাকতে পারি বন্ধু শপথ রেখে।
কথার জোয়ার ভাসছে আলোয় রাত্রি ভেজা চোখে,
মনের ভিতর জমছে স্মৃতি শহরতলীর শোকে।
বন্ধু তোর ওই স্নেহের মলাট সমস্ত বুক জুড়ে,
আমার মনের গোপন কথা বাঁধিস সাতটি সুরে।
আমার মনে সবচেয়ে প্রিয় তুই, সবটাই জানিস,
তোর মনেতে আমার নামটা যত্ন করে রাখিস।
তোর পাশে যেন থাকতে পারি বন্ধু শপথ রেখে।
কথার জোয়ার ভাসছে আলোয় রাত্রি ভেজা চোখে,
মনের ভিতর জমছে স্মৃতি শহরতলীর শোকে।
বন্ধু তোর ওই স্নেহের মলাট সমস্ত বুক জুড়ে,
আমার মনের গোপন কথা বাঁধিস সাতটি সুরে।
আমার মনে সবচেয়ে প্রিয় তুই, সবটাই জানিস,
তোর মনেতে আমার নামটা যত্ন করে রাখিস।
No comments:
Post a Comment