Friday, April 19, 2019

হঠাৎ পড়লে মনে - গান

হঠাৎ পড়লে মনে
আমার কথার সুরে
নতুন আলোয় এসে দাঁড়াও,
তোমার চোখের পাতা
আমার একলা থাকা
রোদের বিকেল মেঘে তাকাও।
হঠাৎ পড়লে মনে...

তোমার কথা ভাবি
তোমার পাশে হাঁটি
তোমার ছায়ায় প্রেম খুঁজি,
আমার চোখে ভেজো
আমার গল্পে এসো
আমার শব্দে শুধু তুমি।
হঠাৎ পড়লে মনে...

(incomplete as per our norms)

No comments:

Post a Comment