একটু অবুঝ হতে দাও আমায়,
একটু অবাক চোখে ভিজতে দাও আমায়,
তোমার চোখের কোণে থাকতে দাও আমায়
তোমার খোলা চুলে জড়িয়ে নাও আমায়।
এখানে কেউ আসে সেই অচেনা বেশে
তুমি কোথায় থাকো কোন অজানা দেশে
আমি চলে যাবো ঠিক তোমার ঠিকানায়
সেখানে গাইবো প্রানে এক নতুন নিশানায়...
"আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী,
তুমি থাকো সিন্ধু পাড়ে, ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি..."
আবার সময় তরী বইতে দাও আমায়,
তোমার বুকের মাঝে থাকতে দাও আমায়,
একটু অবুঝ হাতে খুঁজতে দাও তোমায়,
তোমার মনের ভাষা বুঝতে দাও আমায়।
যেখানে ছুঁতে পারি এক মেঘের মলাট
যেখানে বিকেল নামে, বাঁধে সময় জমাট
সেখানে তোমার কোলে শুয়ে নতুন আলোয়
আমি গাইতে রাজি আছি এক আঁধার কালোয়...
"কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ-চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি..."
গাইতে গাইতে চলবে সময়
তোমার চোখের মলিন ধুলোয়
লুটিয়ে যাবে সেই বেদনায়
পুরনো স্মৃতির মলিন খাতায়...
একটু অবুঝ হতে দাও আমায়...
একটু অবাক চোখে ভিজতে দাও আমায়,
তোমার চোখের কোণে থাকতে দাও আমায়
তোমার খোলা চুলে জড়িয়ে নাও আমায়।
এখানে কেউ আসে সেই অচেনা বেশে
তুমি কোথায় থাকো কোন অজানা দেশে
আমি চলে যাবো ঠিক তোমার ঠিকানায়
সেখানে গাইবো প্রানে এক নতুন নিশানায়...
"আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী,
তুমি থাকো সিন্ধু পাড়ে, ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি..."
আবার সময় তরী বইতে দাও আমায়,
তোমার বুকের মাঝে থাকতে দাও আমায়,
একটু অবুঝ হাতে খুঁজতে দাও তোমায়,
তোমার মনের ভাষা বুঝতে দাও আমায়।
যেখানে ছুঁতে পারি এক মেঘের মলাট
যেখানে বিকেল নামে, বাঁধে সময় জমাট
সেখানে তোমার কোলে শুয়ে নতুন আলোয়
আমি গাইতে রাজি আছি এক আঁধার কালোয়...
"কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ-চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি..."
গাইতে গাইতে চলবে সময়
তোমার চোখের মলিন ধুলোয়
লুটিয়ে যাবে সেই বেদনায়
পুরনো স্মৃতির মলিন খাতায়...
একটু অবুঝ হতে দাও আমায়...
No comments:
Post a Comment