Tuesday, April 30, 2019

রমনি - গান

একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

নাকি রাখতে পারোনি তাকে
শুধু মিথ্যা অজুহাতে
সে কেবলই তোমাকে ছায়া বানায়।

সে তো বেসেছিল ভালো
কেন ফিরে গেলো
যাওয়ার কি কথা ছিল তার?
শুধু ঠোঁটে মুখে
এলোমেলো সুখে
আজ ইচ্ছেরা সব নিরাকার।


একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

তাকে ভুলে যেও সুখে
চেপে যন্ত্রণা বুকে
মনে ভেবো যেন সে তাকে না হারায়।

একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

সে তো এসেছিলো কাছে
কেন ফিরে গেছে
শুধুই কি দোষ সব আমার?
আজও গোপন রাতে
আমি খুঁজছি তাকে
আমি শব্দ শুনছি সে প্রেম ভাঙার।


একা বসে কেন তুমি
ওগো রমনি...

No comments:

Post a Comment