Thursday, February 13, 2020

অনুভূতি সিরিজ - ৭

তোমার হাতে অস্ত্র অনেক,
নিরস্ত্র ছিলাম আমি,
রাতের আকাশ বুঝিয়ে দিলো
তারার আলোও দামী।

Friday, February 7, 2020

বিকল্প

এমন জীবন বাছলি রে তুই
ভোরের আকাশ দেখলি না
রোদের গায়ে সোনা আছে মাখলি না...
ওরে ভাই রে আমার সবুজ মাঠে
রাখাল হয়ে কল্পনাতে
লালের আভায় আপন মনে ছুটলি না,
কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
ওওও... কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
দিনের শেষে ক্লান্ত শরীর,
অবাধ্যতা সময় ঘড়ির
মনের মানুষ ব্যস্ত ফোনে
একটু সময়ও পেলি না,
কোথায় রে তুই জীবন মানেই বুঝলি না।
সময় ভাবুক নিজের কথা,
জানি তোরও মনে ব্যথা,
একটিবারও আয়না নিয়ে নিজের ছবি দেখলি না,
কেন রে ভাই নিজেকে তুই চিনলি না...
রোদের গায়েও সোনা আছে মাখলি না...
ওওও... রোদের গায়েও সোনা আছে মাখলি না...

Sunday, February 2, 2020

ফেলে আসা দিন

জীবনে কত মানুষ একা হেঁটে যায়
নদীরা মেশে মোহনায়,
কথারা ঢেউয়ে চরে একা পাড়ি দেয়
স্মৃতিরা ভাসে কিনারায়।
এখনও তুমি আমি,
বসে বসে রোজই ভাবি
খুঁজেছি জোছনাতে
সেই ফেলে আসা দিন,
ভাঁটাতে জোয়ারের ঋণ...
কীভাবে কাটাবো রঙিন...