এমন জীবন বাছলি রে তুই
ভোরের আকাশ দেখলি না
রোদের গায়ে সোনা আছে মাখলি না...
ওরে ভাই রে আমার সবুজ মাঠে
রাখাল হয়ে কল্পনাতে
লালের আভায় আপন মনে ছুটলি না,
কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
ওওও... কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
দিনের শেষে ক্লান্ত শরীর,
অবাধ্যতা সময় ঘড়ির
মনের মানুষ ব্যস্ত ফোনে
একটু সময়ও পেলি না,
কোথায় রে তুই জীবন মানেই বুঝলি না।
সময় ভাবুক নিজের কথা,
জানি তোরও মনে ব্যথা,
একটিবারও আয়না নিয়ে নিজের ছবি দেখলি না,
কেন রে ভাই নিজেকে তুই চিনলি না...
রোদের গায়েও সোনা আছে মাখলি না...
ওওও... রোদের গায়েও সোনা আছে মাখলি না...
ভোরের আকাশ দেখলি না
রোদের গায়ে সোনা আছে মাখলি না...
ওরে ভাই রে আমার সবুজ মাঠে
রাখাল হয়ে কল্পনাতে
লালের আভায় আপন মনে ছুটলি না,
কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
ওওও... কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
দিনের শেষে ক্লান্ত শরীর,
অবাধ্যতা সময় ঘড়ির
মনের মানুষ ব্যস্ত ফোনে
একটু সময়ও পেলি না,
কোথায় রে তুই জীবন মানেই বুঝলি না।
সময় ভাবুক নিজের কথা,
জানি তোরও মনে ব্যথা,
একটিবারও আয়না নিয়ে নিজের ছবি দেখলি না,
কেন রে ভাই নিজেকে তুই চিনলি না...
রোদের গায়েও সোনা আছে মাখলি না...
ওওও... রোদের গায়েও সোনা আছে মাখলি না...
No comments:
Post a Comment