জীবনে কত মানুষ একা হেঁটে যায়
নদীরা মেশে মোহনায়,
কথারা ঢেউয়ে চরে একা পাড়ি দেয়
স্মৃতিরা ভাসে কিনারায়।
এখনও তুমি আমি,
বসে বসে রোজই ভাবি
খুঁজেছি জোছনাতে
সেই ফেলে আসা দিন,
ভাঁটাতে জোয়ারের ঋণ...
কীভাবে কাটাবো রঙিন...
নদীরা মেশে মোহনায়,
কথারা ঢেউয়ে চরে একা পাড়ি দেয়
স্মৃতিরা ভাসে কিনারায়।
এখনও তুমি আমি,
বসে বসে রোজই ভাবি
খুঁজেছি জোছনাতে
সেই ফেলে আসা দিন,
ভাঁটাতে জোয়ারের ঋণ...
কীভাবে কাটাবো রঙিন...
No comments:
Post a Comment