চলতে চলতে একদিন সবাই থেমে যাবো,
অচেনা শহরটা হয়ে উঠবে খুব কাছের,
ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকবে স্মৃতি
যে বারান্দায় প্রতি প্রভাতে আলো এসে পরে
সেখানে ধুলো মেখে খেলে বেড়াবে এক ছায়া,
তাকে কেউ দেখেনি কখনও, কেউ চেনেও না
সময় চলে যাচ্ছে, বাড়ছে পারদ, সবাই ছুটছে,
কে সেই ছায়ামানব, তাকে তো চেনা হয়নি,
চোখ তোলো, উঠে দাঁড়াও, শরীরের গন্ধ নাও,
দেখো চিনতে পারছ? আরেকটু আলো চাই?
কিন্তু আমার যে আলোতে ভীষণ ভয় করে,
হ্যাঁ, আমি! এটাই আমার বিচরণক্ষেত্র।
ধুলো জমা ঘরের মেঝেতে ছড়িয়ে দিয়ে গেলাম
তোমার সমস্ত রেখে যাওয়া অভিমান,
সময় পেলে কুড়িয়ে নিয়ো। আমি আসি।
অচেনা শহরটা হয়ে উঠবে খুব কাছের,
ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকবে স্মৃতি
যে বারান্দায় প্রতি প্রভাতে আলো এসে পরে
সেখানে ধুলো মেখে খেলে বেড়াবে এক ছায়া,
তাকে কেউ দেখেনি কখনও, কেউ চেনেও না
সময় চলে যাচ্ছে, বাড়ছে পারদ, সবাই ছুটছে,
কে সেই ছায়ামানব, তাকে তো চেনা হয়নি,
চোখ তোলো, উঠে দাঁড়াও, শরীরের গন্ধ নাও,
দেখো চিনতে পারছ? আরেকটু আলো চাই?
কিন্তু আমার যে আলোতে ভীষণ ভয় করে,
হ্যাঁ, আমি! এটাই আমার বিচরণক্ষেত্র।
ধুলো জমা ঘরের মেঝেতে ছড়িয়ে দিয়ে গেলাম
তোমার সমস্ত রেখে যাওয়া অভিমান,
সময় পেলে কুড়িয়ে নিয়ো। আমি আসি।
No comments:
Post a Comment