একটি অন্ধ ল্যাম্পপোস্ট আরও অনেক কথা বলে,
শত তারার ভিড়েও শুধু তোমায় খুঁজে চলে,
রাতের আলোয় পড়ছো জেগে তোমার প্রিয় গল্প,
সময় হলে খবর নিয়ো আমার কথাও অল্প...
ভিজে যাওয়া দিন শেষে, ফিরে গেছো কোন দেশে
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...
তুমি কেন এতো আড়ালে ঘুরে এসে দাঁড়ালে,
চেনা নদী মিশে যায় কোন মোহনায়...
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...
শত তারার ভিড়েও শুধু তোমায় খুঁজে চলে,
রাতের আলোয় পড়ছো জেগে তোমার প্রিয় গল্প,
সময় হলে খবর নিয়ো আমার কথাও অল্প...
ভিজে যাওয়া দিন শেষে, ফিরে গেছো কোন দেশে
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...
তুমি কেন এতো আড়ালে ঘুরে এসে দাঁড়ালে,
চেনা নদী মিশে যায় কোন মোহনায়...
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...
No comments:
Post a Comment