কে রাঙালো গোধূলির শেষে এই সোনাঝরা রোদে তার
মেঘেদের গায়ে সেই রঙ,
পাখীরাও নীড়ে ফেরে ক্লান্তির ধুলো ঝেড়ে গাছে গাছে
ডেকে ওঠে সেই কোলাহল।
বাঁশি সুরে বহুদূরে ভেসে আসে কোন সেই গান
ছুঁয়ে যায় মন তার আলাপের কথা ঠোঁটে
মোহ গুনে ঢেকে দেয় কান।
সেই মনেতেই, জোনাকির আলোকেই ভরে যায় প্রান
চোখে তার নিরাকার সাগরের নোনা জলে
তারারাও করে যায় স্নান।
মেঘেদের গায়ে সেই রঙ,
পাখীরাও নীড়ে ফেরে ক্লান্তির ধুলো ঝেড়ে গাছে গাছে
ডেকে ওঠে সেই কোলাহল।
বাঁশি সুরে বহুদূরে ভেসে আসে কোন সেই গান
ছুঁয়ে যায় মন তার আলাপের কথা ঠোঁটে
মোহ গুনে ঢেকে দেয় কান।
সেই মনেতেই, জোনাকির আলোকেই ভরে যায় প্রান
চোখে তার নিরাকার সাগরের নোনা জলে
তারারাও করে যায় স্নান।
No comments:
Post a Comment