রাতের পাহাড় ছুলো তোমায় তারার বুকে স্বপ্ন এঁকে,
আবার তুমি আসবে কবে ডাকপিয়নে প্রশ্ন রেখে।
তোমার কথার গল্পগুলো হারিয়ে যায় অন্য দেশে,
একলা ঘরের স্তব্ধ স্মৃতি তোমায় খোঁজে ছদ্মবেশে।
জানছি আমি, বুঝছি তোমায়, খুঁজছি শুধু মনের ভেতর
আলতো ছোঁয়া তোমার হাতে গল্প জোড়া সে শ্বেতপাথর।
আবার তুমি আসবে কবে ডাকপিয়নে প্রশ্ন রেখে।
তোমার কথার গল্পগুলো হারিয়ে যায় অন্য দেশে,
একলা ঘরের স্তব্ধ স্মৃতি তোমায় খোঁজে ছদ্মবেশে।
জানছি আমি, বুঝছি তোমায়, খুঁজছি শুধু মনের ভেতর
আলতো ছোঁয়া তোমার হাতে গল্প জোড়া সে শ্বেতপাথর।
No comments:
Post a Comment