Thursday, May 16, 2019

আমি চাইছি শুধু তোকে - গান

তোর মতো চোখে দেখবো বলে স্বপ্ন জ্বালি মনে,
তোর মতো একা হাঁটবো বলে ভাবছি ঘরের কোণে।

একা যেতে দে আমায় সেই আলোর খোঁজে দূরে
গানে বেঁধে দে আমায় আরও অনেক নতুন সুরে।

আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।
শুধু তোকে বলি, সব মনের গলি,
আমি জানি
 সবই, নামে রাতের পরি।
আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।

তোর মতো লেখা পড়বো বলে জ্বালছি অনেক আলো
তোর ছোঁয়া পেয়ে বুঝতে পারি অন্ধকারটাও ভালো।

আমি পুড়তে ভালোবাসি এই অনুভূতির ছোঁয়ায়
আমি থাকতে ভালোবাসি তোর মনেরই দোরগোড়ায়।

আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।
শুধু তোকে বলি, সব মনের গলি,
আমি জানি
 সবই, নামে রাতের পরি।
আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।

No comments:

Post a Comment