Thursday, May 16, 2019

খাঁচার পাখি

নামতে নামতে সিঁড়িগুলো ভাঙতে আমায় আসছে দেখো
ওলট পালট গল্প ছুঁয়ে বুকের ভেতর আমায় রেখো।
যখন তুমি দেখবে চোখে উষ্ণ আঁচর একটা কারণ
তখন নাহয় জানবে সে প্রেম অন্য কোথাও বলা বারণ।
হয়তো চোখের জমবে বালি তারায় ভিজে অন্য রাতে,
কার বুকেতে ভরসা পাবে কার ছোঁয়াতে বাঁধবে হাতে।
আমার শুধুই শব্দ খোঁজার গল্প জমে সময় ঘিরে
খাঁচার পাখি বুঝবে কেমনে সুখের জোয়ার আপন নীড়ে।

No comments:

Post a Comment