Saturday, July 4, 2020

অনুমতি নেই

এসেছিলে বিনা অনুমতিতে,
চলেও যাবে একই ভাবে,
পৃথিবীর এই মায়ার বৃত্তে
কেবল স্মৃতিটুকুই থেকে যাবে...
সেদিন যখন পাশে ছিলে
স্পর্শ প্রথম তোমার হাতে,
কংসাবতীর স্রোত হারিয়ে
চোখ জুড়ে আজ ভিজলো রাতে।

No comments:

Post a Comment