Friday, August 28, 2020

বৃদ্ধ কবিতা

দিন গড়িয়ে বিকেল নেমে আসে
আমাদের ছায়াগুলো দীর্ঘ হয়,
দীর্ঘ হয় বন্ধন, প্রেম, ভালোবাসা
আলো কমে আসে আঙুলের ফাঁকে
আমাকে ক্ষমা করো,
আমি কবিতা লিখতে পারি না
কারণ তুমি আমাকে কাঁদাতে পারোনি...

No comments:

Post a Comment