হঠাৎ কখনও বৃষ্টি নামছে তোমার দুচোখ বেয়ে
আবেগ ভিজিয়ে খয়েরী মাখছে মাটির গন্ধ ছুঁয়ে
তুমি আছো যখন অন্তরে প্রতি মুহূর্ত সঙ্গী করে
আমি থাকবো তোমার পাশে জেনো তোমায় আঁকড়ে ধরে...
তুমি আছো যখন অন্তরে প্রতি মুহূর্ত সঙ্গী করে...
জানি সময় নেই আজ দিনের শেষে তোমার জন্য রাখা
আমি ঘড়ির কাঁটায় জমতে থাকি থমকে মনের চাকা...
জানি সময় নেই আজ দিনের শেষে তোমার জন্য রাখা...
আমি যে ভীষণ ব্যস্ত প্রেমিক তোমার দুপাশ ঘিরে
কখন কে যেন ডাকছে তোমায় আমার বাঁধন ছিঁড়ে
তুমি যাবেনা জেনেও কীসের ভয়ে possessive খুব আমি
আসলে আমার কাছে তোমার প্রতি মুহূর্ত খুব দামী...
তুমি যাবেনা জেনেও কীসের ভয়ে possessive খুব আমি...
ভাবি অল্প আলোয় রাতের শেষে তোমায় আদর মাখা
চোখে দেখতে পাবো টেবিল জুড়ে খাবার আমার রাখা,
আমি ফিরছি ঘরে দিনের শেষে অনেকটা প্রেম আঁকা...
শুধু তোমার জন্যে... ও ও ও, শুধু তোমার জন্যে...
No comments:
Post a Comment