Sunday, December 13, 2020

জাতিস্মর - গান

কতকাল ঘুরে ঘুরে আসি,
বদলে যাওয়া আদল আর নামের সাজে আমি,
চেনা লাগছে তারার রাশি
সবই বদলে গেলেও আমার বুকে তোমায় পাবো জানি।

এই পৃথিবীর সময় মেপে হারিয়ে যাওয়া সহজ
ফিরে ফিরে আসে স্মৃতিদের ভিড়ে ঘেঁটে ওঠে গোটা মগজ।
তবুও তুমি, আবছা চোখে, জড়িয়ে ধরো আমায়,
প্রতি জন্মের দৃশ্যগুলো আমায় ভীষণ কাঁদায়...

Saturday, December 5, 2020

স্মৃতি মন্থন

পর্ব - ১
বিকেলের রোদে দাঁড়িয়ে তুমি ভাবো
অপেক্ষাতে আবছা ভাঙা শরীর,
কত কাল পরে ভাঙবে জমা বরফ
স্রোত বয়ে যাবে একটা মৃত নদীর।

পর্ব - ২
টুপ করে খসে পরা কিছু তারার
জীবাশ্ম ভাসে বাতাসের চেনা গন্ধে,
তোমার আমার মুহূর্তেরা আজও
বেঁচে আছে আজ দুজনেরই চেনা রন্ধ্রে।

একজোড়া ডানা

পর্ব - ১
ভাঙা আয়নায় খুঁজছ তুমি
একজোড়া ডানা প্রজাপতি,
বিচ্ছেদ লেখা কাঁচের গায়ে
নেই কোনও আজ অনুভূতি।

পর্ব - ২
প্রবেশ নিষেধ মনের ভিতর
অন্য কেউ আজ অপেক্ষাতে,
রাত পোহালে ক্লান্ত শরীর
কার চোখে আজ ভিজবে রাতে?

Friday, December 4, 2020

শেষ প্রান্তে

শেষ প্রান্তে দাঁড়িয়ে শুধু ভাবো,
ফিরে যাবে কিনা রইবে এ মায়ায়
এ জগতে কিছুই চিরস্থায়ী না, তবু
কিছুজন থেকে যায় চোখের তারায়...