Saturday, December 5, 2020

একজোড়া ডানা

পর্ব - ১
ভাঙা আয়নায় খুঁজছ তুমি
একজোড়া ডানা প্রজাপতি,
বিচ্ছেদ লেখা কাঁচের গায়ে
নেই কোনও আজ অনুভূতি।

পর্ব - ২
প্রবেশ নিষেধ মনের ভিতর
অন্য কেউ আজ অপেক্ষাতে,
রাত পোহালে ক্লান্ত শরীর
কার চোখে আজ ভিজবে রাতে?

No comments:

Post a Comment