Sunday, December 13, 2020

জাতিস্মর - গান

কতকাল ঘুরে ঘুরে আসি,
বদলে যাওয়া আদল আর নামের সাজে আমি,
চেনা লাগছে তারার রাশি
সবই বদলে গেলেও আমার বুকে তোমায় পাবো জানি।

এই পৃথিবীর সময় মেপে হারিয়ে যাওয়া সহজ
ফিরে ফিরে আসে স্মৃতিদের ভিড়ে ঘেঁটে ওঠে গোটা মগজ।
তবুও তুমি, আবছা চোখে, জড়িয়ে ধরো আমায়,
প্রতি জন্মের দৃশ্যগুলো আমায় ভীষণ কাঁদায়...

No comments:

Post a Comment