Monday, June 14, 2021

সবই তো মৃত প্রায়

সবই তো মৃত প্রায়,
এখনও অসহায়
আমিও খুঁজি মন
রাত জেগে কার ফোন,
আসেনা...
কাকে খুঁজেছি আমিও জানি না
তোমাকে বলিনি স্বপনে ভাবিনি
বিরহে ব্যথা জমে যায়...
সবই তো মৃত প্রায়।।

No comments:

Post a Comment