Tuesday, June 15, 2021

আমি না থাকলে - গান

আমি না থাকলে তোমার জীবন চলবে ততখানি,
আগেও যেমন চলত যখন শুধুই ছিলাম আমি।
তুমি না থাকলে বন্ধু আমি সত্যিই অসহায়,
কার কানে বলো তুলবো নালিশ প্রতিদিন সন্ধায়?
সারাদিন ধরে ক্লান্তি মুছে
কার কাছে বলো যাবো,
ঠোঁটের ছোঁয়ায় আদুরে ছায়ায় কার বুকে হাতরাবো?

সময় আমার হারিয়ে গেছে প্রতিদিন অভ্যাসে,
কাজের ফাঁকে তোমায় খুঁজি ভালোবাসা আজ হাসে।
কথায় কথায় জমেছে আগুন
উঠেছে চিৎকার,
তোমার আমার ভালোবাসা ছিলো, হয়েছে ধিক্কার।
কথা দিয়ে যারা কথা রাখলো না তাদেরও তো ভালোবাসি,
সম্পর্কের শেষ হয়ে যায় চোখে জমে জলরাশি।

আমিও আবার বিদ্ধ হবো ফাগুনের সন্ধ্যায়,
আমাকে সেদিন সাজিও বন্ধু রজনীর গন্ধায়।
সন্ধ্যা নামার আগেই বন্ধু আমি হবো নিরাকার,
স্রোতের জলে ছাই ভেসে যাবে ভুলে যাবে আমি কার।
সেদিন না হয় আমার ছবিতে চন্দন ফোঁটা এঁকো,
আমাকে কিন্তু ভুলে যেও রাতে, সবাইকে ভালো রেখো।

No comments:

Post a Comment