Monday, February 21, 2022

আমাদের সাজানো গল্পে কোনো বসন্ত ছিল না

আমাদের সাজানো গল্পে কোনো বসন্ত ছিল না,
বহুদিন হাঁটা হয়নি একসাথে,
শেষ বিকেলের পড়ন্ত রোদের গায়ে
আমাদের স্মৃতি মুখোমুখি ফুটপাথে।
প্রশ্ন অনেক,
পাহাড় সমান বড়ো,
অধিকার নেই,
তুমিও কি তাই মনে করো?
স্বপ্ন যেখানে হয়ে গেছে সব শেষ,
শুধু বাকি ছিল সেই গল্পের কিছু পাতা,
দূরত্ব মেপে দুজনেই আছি বেশ,
অন্তর কাঁদে, হৃদয়ের প্রাচীর শূন্য দিয়ে গাঁথা।

No comments:

Post a Comment