Monday, March 7, 2022

এর পরেও

এর পরেও কেউ আসবে ভেবেছিল
রাত্রি মুছে এক ভোরের আলোয়,
নির্জন দ্বীপে মুছে গেছে তার নাম
ব্যস্ত হয়েছে সে নিজের ভালোয়।

No comments:

Post a Comment