Saturday, March 19, 2022

ভালো থাকার কারণ

আমাদের সন্ধ্যে হওয়া গল্পগুলো
ফাগুন হাওয়ায় রঙ মাতালো,
অভ্যাসে আর কি এসে যায়
পালটে ফেলায় মন গড়ালো।
তোমায় আমি চিনি অল্প
এই তো সেদিন আর কিছুক্ষণ,
অল্পতেই মন খুঁজছে তোমায়
সকাল বিকেল আর সারাক্ষণ।
রঙের নেশায় মাতাল হয়ে
পলাশ লালে শহর ঢাকে,
তোমার প্রিয় সূর্যমুখী
তোমার নামেই আমায় ডাকে।
আসলে অনেক কাছেই আছি
কিন্তু দূরে যাওয়া বারণ,
সময় চলছে নিজের মতন
ভালো থাকার তুমিই কারণ।

No comments:

Post a Comment