Tuesday, April 26, 2022

অনুভূতি সিরিজ - ২০২২

১:
দূর পাহাড়ের গল্পগুলো মন কেমনের বৃষ্টি আঁকে,
সন্ধ্যা তারায় শহর জেগে চাঁদের আলোয় জোৎস্না মাখে।
২:
তোমার আমার বুকের ভিতর শীতের নদী মৃত্যু ডাকে,
গভীর রাতের ঝাপসা দুচোখ, দূরত্বকে বজায় রাখে।

No comments:

Post a Comment