Tuesday, March 8, 2022

বসন্তের কোলে

ওই ফাল্গুনে বসন্তের কোলে
শুয়ে থাকে কোনও মায়াবী দুপুর,
আমি ধরা দিই তার চোখে,
যে রমণীর পায়ে শান্ত নূপুর।
নদী স্রোতে বয়ে যায় চেনা কথা,
বয়ে যায় আরও কত স্মৃতি,
আমরা পেরেছি কাটিয়ে উঠতে সে ব্যথা,
আসলে এটাই এ জগতের রীতি।

No comments:

Post a Comment