Words can't fly but they can travel from heart to heart.
Tuesday, March 8, 2022
বসন্তের কোলে
ওই ফাল্গুনে বসন্তের কোলে শুয়ে থাকে কোনও মায়াবী দুপুর, আমি ধরা দিই তার চোখে, যে রমণীর পায়ে শান্ত নূপুর। নদী স্রোতে বয়ে যায় চেনা কথা, বয়ে যায় আরও কত স্মৃতি, আমরা পেরেছি কাটিয়ে উঠতে সে ব্যথা, আসলে এটাই এ জগতের রীতি।
No comments:
Post a Comment