Words can't fly but they can travel from heart to heart.
Saturday, June 18, 2022
যেটুকু বাকি
তখনও তো জানি না বৃষ্টি নামবে এ শহরে, ভিজবো দু-ফোঁটা গায়ে মেঘের মায়ায়, তখনও তো জানি না তুমি ভাসবে এ চোখে নিখাদ অশ্রুধারায় কিংবা শান্ত বিকেলের হাওয়ায়, আজ না হয় আমি কিছু কবিতা বেঁধে রাখি, বৃষ্টি থামলে জেনো ভালোবাসা ছিলো বাকি।
No comments:
Post a Comment