হাত রাখো কার হাতে,
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
মোম জ্বালো কার রাতে?
তুমি অপেক্ষাতে হাঁটছ জানি আলোকবর্ষ দূরে,
তবু আমার বুকে শব্দ জমে নতুন কোনও সুরে...
তুমি আবছা আলোয় সকাল হয়ে
চোখ খোলো কার পাশে?
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
কেন নিজের সর্বনাশে?
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
মোম জ্বালো কার রাতে?
তুমি অপেক্ষাতে হাঁটছ জানি আলোকবর্ষ দূরে,
তবু আমার বুকে শব্দ জমে নতুন কোনও সুরে...
তুমি আবছা আলোয় সকাল হয়ে
চোখ খোলো কার পাশে?
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
কেন নিজের সর্বনাশে?
No comments:
Post a Comment