হয়তো তুমি হয়তো আমি
হয়তো একটা শূন্য শহর,
হয়তো কোথাও শুকনো নদী
বইছে বুকে শীতের খবর।
হয়তো কেউ আজ নীরব থেকে
বুনছে শীতে প্রেমের উল্,
হয়তো কোথাও বরফ গলে
ভাঙবে হঠাৎ সমস্ত ভুল।
আবার কোথাও মুখোমুখি
হয়তো কোনও দিনের শেষ,
মুখ ফিরিয়ে এগিয়ে যাওয়া
সাক্ষী থাকুক সব অবশেষ।
Sunday, February 26, 2023
Tuesday, February 14, 2023
বিক্ষিপ্ত পাথর
হঠাৎ যেন বসন্ত হাওয়ায় সন্ধ্যা নামলো
এক বিক্ষিপ্ত পাথরের উপর,
আমাদের সময় বয়ে চলে দ্রুত,
জ্যোৎস্না রাতে প্রশ্নেরা তোমার চোখে ধুসর।
তবুও তুমি হেঁটে চলেছ,
বিঁধে রেখেছো আমায়
দূর আকাশের এক বেগুনি আলোয়,
পথের প্রান্তরে দূরত্ব বাড়ে হঠাৎ
অভিমানেরা জমা থাক তোমার ভবিষ্যতের ভালোয়।
এক বিক্ষিপ্ত পাথরের উপর,
আমাদের সময় বয়ে চলে দ্রুত,
জ্যোৎস্না রাতে প্রশ্নেরা তোমার চোখে ধুসর।
তবুও তুমি হেঁটে চলেছ,
বিঁধে রেখেছো আমায়
দূর আকাশের এক বেগুনি আলোয়,
পথের প্রান্তরে দূরত্ব বাড়ে হঠাৎ
অভিমানেরা জমা থাক তোমার ভবিষ্যতের ভালোয়।
Subscribe to:
Posts (Atom)