Sunday, February 26, 2023

সব অবশেষ

হয়তো তুমি হয়তো আমি
হয়তো একটা শূন্য শহর,
হয়তো কোথাও শুকনো নদী
বইছে বুকে শীতের খবর।
হয়তো কেউ আজ নীরব থেকে
বুনছে শীতে প্রেমের উল্‌,
হয়তো কোথাও বরফ গলে
ভাঙবে হঠাৎ সমস্ত ভুল।
আবার কোথাও মুখোমুখি
হয়তো কোনও দিনের শেষ,
মুখ ফিরিয়ে এগিয়ে যাওয়া
সাক্ষী থাকুক সব অবশেষ।

No comments:

Post a Comment