Tuesday, February 14, 2023

বিক্ষিপ্ত পাথর

কেন ডাকলে এমন করে?
হঠাৎ যেন বসন্ত হাওয়ায় সন্ধ্যা নামলো
এক বিক্ষিপ্ত পাথরের উপর,
আমাদের সময় বয়ে চলে দ্রুত,
জ্যোৎস্না রাতে প্রশ্নেরা তোমার চোখে ধুসর।
তবুও তুমি হেঁটে চলেছ,
বিঁধে রেখেছো আমায়
দূর আকাশের এক বেগুনি আলোয়,
পথের প্রান্তরে দূরত্ব বাড়ে হঠাৎ
অভিমানেরা জমা থাক 
তোমার ভবিষ্যতের ভালোয়।

No comments:

Post a Comment