চুপি চুপি মনে গল্প এঁকে
একদিন যাবো অল্প হেঁটে,
গা ভেজানো জলে বৃষ্টি রেখে
মন খারাপের খবর মেপে,
কানে কানে কথা হবে না,
চেনা গ্লাসে প্রেম ডোবে না...
রাত জেগে কেউ ভাবে না,
ব্যালকনি রোদে ভেজে না...
------------------------------
জোনাকির আলো গায়ে মেখে
খালি পায়ে চটি ছেড়ে রেখে,
ছায়াপথ ধরে সোজা হেঁটে
যাবো সাথে তোর সময় কেটে,
জলছবি জলে ভেজে না,
তারাদের আলো নেভে না...
ভোররাতে ঘুম ভাঙে না,
কেউ সুর তুলে গান বাঁধে না...
No comments:
Post a Comment