শিরোনামহীন কবিতারা ভেসে বেড়ায়
শব্দের খোলা ছাদ চেয়ে,
ছায়াপথ ধরে নেমে আসে কিছু আলো
নক্ষত্রদের বোনা পথ বেয়ে।
এখানে অপেক্ষারত সময়,
আর অপেক্ষাতে বসে আমি,
মোহনা সাগরের মিশ্রিত ধূলিকণায়
থমকে যাওয়া মুহূর্তেরা খুব দামী।
লিখতে লিখতে নেমে আসে কিছু শব্দ,
কখনও বা আঁকিবুঁকি কাটে মনে,
ভাবতে ভাবতে ফুরিয়ে আসছে সময়
কবিতারা জমে অনন্ত শিহরণে।
No comments:
Post a Comment