Sunday, April 2, 2023

হয়তো তুমি অন্য গ্রহে বসে - গান

হয়তো তুমি অন্য গ্রহে বসে
গুনছো তারা প্রেমিকের অবকাশে
একটু আলো পাঠিয়ো আমায়
ঘুম ভাঙা এই রাতের বেলায়
জোনাকির বেশে সন্ধ্যার আকাশে...

হয়তো আমার অন্য গ্রহে বাড়ি
ছায়াপথ ধরে তুমিও তো দাও পাড়ি,
হয়তো আকাশ মেঘলা হয়ে ভারী
তোমার চোখে বৃষ্টিরা আমারই...

(This is just a part of the song)

No comments:

Post a Comment