Monday, March 27, 2023

অপেক্ষারত সময়

শিরোনামহীন কবিতারা ভেসে বেড়ায়
শব্দের খোলা ছাদ চেয়ে,
ছায়াপথ ধরে নেমে আসে কিছু আলো
নক্ষত্রদের বোনা পথ বেয়ে।
এখানে অপেক্ষারত সময়,
আর অপেক্ষাতে বসে আমি,
মোহনা সাগরের মিশ্রিত ধূলিকণায়
থমকে যাওয়া মুহূর্তেরা খুব দামী।
লিখতে লিখতে নেমে আসে কিছু শব্দ,
কখনও বা আঁকিবুঁকি কাটে মনে,
ভাবতে ভাবতে ফুরিয়ে আসছে সময়
কবিতারা জমে অনন্ত শিহরণে।

Tuesday, March 21, 2023

চুপি চুপি মনে - গান

চুপি চুপি মনে গল্প এঁকে
একদিন যাবো অল্প হেঁটে,
গা ভেজানো জলে বৃষ্টি রেখে
মন খারাপের খবর মেপে,

কানে কানে কথা হবে না,
চেনা গ্লাসে প্রেম ডোবে না...
রাত জেগে কেউ ভাবে না,
ব্যালকনি রোদে ভেজে না...

------------------------------

জোনাকির আলো গায়ে মেখে
খালি পায়ে চটি ছেড়ে রেখে,
ছায়াপথ ধরে সোজা হেঁটে
যাবো সাথে তোর সময় কেটে,

জলছবি জলে ভেজে না,
তারাদের আলো নেভে না...
ভোররাতে ঘুম ভাঙে না,
কেউ সুর তুলে গান বাঁধে না...