Monday, November 27, 2023

রূপক ধারায়

বিশ্বাসে যে প্রেম ভেঙে যায়
তর্কে সে তো বহুদূর,
প্রশ্ন আসে ছদ্মবেশে
রূপক ধারায় সমুদ্দুর।
অপেক্ষাতে সময় গড়ায়
তুলনাহীন এক প্রাচীন সুর,
দিনের শেষে বিশ্রী রাতে
কেউ খোঁজে আজ সেই রোদ্দুর।

No comments:

Post a Comment