শীতের শেষে শুকনো পাতায়
মন কেমনের কে খোঁজ রাখে?
চোখের আড়াল নালিশ ঢেকে
এই অবেলায় খুঁজছ কাকে?
সময় আসে সময় পালায়
দূরত্ব ঠিক পথ কেটে যায়,
মন গলানোর মন্ত্র পড়ে
রাতের শেষে সেও অসহায়।
জমতে থাকে শব্দ হঠাৎ
মাঝরাতে কেউ শুনছে কাকে,
আলতো ছোঁওয়া ঠোঁটের মায়ায়
প্রেমের আবেশ গিলছে তাকে।
কথার হিসেব ভাঙছে সিঁড়ি
চোখের ভাষায় আঙুল ছোঁয়ায়,
শেষ হাসিতে পড়লে ধরা
দুরত্বের এক নরম মায়ায়।
No comments:
Post a Comment