Thursday, December 14, 2023

শেষ দেখা

হয়তো তোমার সঙ্গে শেষ দেখা,
আমি পড়ে আছি সেই একলা ঘরে,
খবর নিও অনেক বছর পর
ব্যস্ত দিনের শেষে যদি মনে পড়ে।
সময় আমাদের চলে যায় খুব দ্রুত
মিলিয়ে যাই সেই আলগা নরম স্বরে,
বাস্তবতায় ফিরতে চায় সে মন
চোখ মুছে এক শিকল বন্দী ঘরে।

No comments:

Post a Comment