শীতের পাতা গোনে বৃষ্টি ফোঁটার ছাপ,
তুমি নরম আঙুল হাতে ছোঁওয়ালে
রাত্রি মোছে বুকে ভীষণ কালো দাগ।
এখানে বেঁচে থাকে কিছু ক্ষত
আরও কিছু জমে কবিতার চাপা রাগ,
শেষ চিঠি হাতে সময় পালিয়ে যায়
অদৃশ্য চুম্বনে তোমার ঠোঁট ছোঁওয়ানোর দাগ।
তুমি নরম আঙুল হাতে ছোঁওয়ালে
রাত্রি মোছে বুকে ভীষণ কালো দাগ।
এখানে বেঁচে থাকে কিছু ক্ষত
আরও কিছু জমে কবিতার চাপা রাগ,
শেষ চিঠি হাতে সময় পালিয়ে যায়
অদৃশ্য চুম্বনে তোমার ঠোঁট ছোঁওয়ানোর দাগ।
No comments:
Post a Comment