Monday, January 8, 2024

যে গল্পে তুমি - গান

যে গল্পে তুমি অভিনয় করেছিলে
যে আকাশের গায়ে নাম লিখেছিলে
সেখানে কেউ যায় না আর ফিরে,
সেখানে কেউ যায় না আর ফিরে,
নীল পাখি ফেরে রঙ মিছিলে...

যেখানে কেউ ডুবে গিয়েছিলো
যেখানে কেউ হেরে গিয়েছিলো
সেখানে কেউ জ্বালে না আর আলো,
সেখানে কেউ জ্বালে না আর আলো,
ঘন মেঘ ঢাকে আকাশ জমকালো...

(Not the full version)

No comments:

Post a Comment