Friday, October 18, 2024

সময়ের জালে বন্দী

ধরো আজ থেকে একশো বছর পর,
তুমি, আমি, আমরা কেউ নেই এখানে,
পড়ে আছে এক নিস্তব্ধ পাহাড়
আর সাদা মেঘে ঢাকা কিছু মুহূর্ত।
যেখানে তুমি গিয়ে বসেছিলে,
অন্য কেউ এসে বসবে।
যে আকাশে তুমি তারা গুনছো,
অন্য কেউ এসে গুনবে। আবার প্রথম থেকে।
যে মাঠে তুমি হাঁটছো শিশির ভেজা পায়ে
সেখানে হয়তো বিশাল কংক্রিট থাবা বসাবে।
তবুও তোমাকে হেঁটে যেতে হবে,
তবুও তোমাকে মেনে নিতে হবে,
এটাই তো সময়ের খেলা,
আর আমরা সবাই এই সময়ের জালে বন্দী।
ঝেড়ে ফেলো তোমার রাগ, দুঃখ, অভিমান,
পাহাড়ও তো ঝেড়ে ফেলে মেঘেদের গায়ে,
এখান থেকেই তো ফিরে আসা,
এখান থেকেই ফোটে নতুন আলো।
বয়ে যাক এ জীবন নদীর স্রোত বেয়ে,
যদি পারো, আরও কিছু মুহূর্ত ধরে আনো।

No comments:

Post a Comment