Thursday, September 26, 2024

এক আকাশের রাত (24/09/2024 - 1:17 AM)

শূন্যে আমার আঁধার ভেসে যায়
ঘরবাড়ি ঘেরা এই পাহাড় মেঘে,
স্মৃতিতে তুমি জেগে আছো আজও
ফেলে আসা এক অস্থির আবেগে।

তোমার কথা মনে পড়ে আজও
সেই আমাদের এক আকাশের রাত,
শীতের ঘড়ি থমকে যায় হঠাৎ
তোমার পাশে আমার আঙ্গুল ছোঁয়া হাত।

কতো বছর জানো দেখিনি তোমায়
তারা খসে পড়ে স্বপ্নে তোমার আমার,
চাইতে গিয়েও ভুল করে ফেলি
তোমার তো এখন আলাদা সংসার।

কিছু কবিতা জমে থাক তবে
আমাদের সেই ধ্বংসস্তুপের প্রেমে,
আজ মনকেমনে ভিজে থাকি আমি
কতো বছরের ভুল থেকে আসি নেমে।

No comments:

Post a Comment