Tuesday, July 2, 2024

ফেসবুকে আলাপ - গান

হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত।
হয়তো ভেজা দিন
রামধনু রঙিন,
রোদ ছড়িয়ে একটু হাসি থাক।
হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত।

সেই যে প্রথম দেখায়
সেলফি নেওয়া মন,
সেই আলোতে ভিজে
গেছি যে কখন,
কীভাবে সে প্রেমে পরে
আমি কুপোকাত!
হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত!

সেই যে আমি কথা
দিয়েছি কবে,
সেই কথা কি রাখা
আদৌ হবে?
কীভাবে সে কথা ভেবে
আমি কুপোকাত!
হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত।
হয়তো ভেজা দিন
রামধনু রঙিন,
রোদ ছড়িয়ে একটু হাসি থাক।

No comments:

Post a Comment