Friday, November 15, 2024

কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে

কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে,
আমাদের স্বপ্নভাঙা ঘর,
তোমার আজ ভরা সংসার।

কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে,
আমাদের আধখানা ইতিহাস,
তোমার প্রিয় কবিতার লাশ।

কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে,
কোনও অন্য জন্মে তোমার পাশে গিয়ে,
কোনও অন্য গল্পের উপসংহার ছিঁড়ে,
আমি থাকবো তোমায় মলাট হয়ে ঘিরে।

Tuesday, November 5, 2024

অস্পষ্ট সময়

তোমাকে ভিজতে দেখে
ভেজা হলো না আমার,
তোমার ঠিকানায় সে গান
লেখা হল না আমার।

মাপতে মাপতে সময়,
ফুরিয়ে যাচ্ছি আমি রোজ,
হঠাৎ কখনও মনে পড়লে
বরং তুমি নিও আমার খোঁজ।

তবে থাক বাকি সে গানের কথা,
থাক বাকি সে সুর,
তোমার কথায় অল্প ভিজে
হেঁটে গেছি আমি বহুদূর।

ফিরবো বলে তো আসিনি এ পথে
বরং এগিয়ে যেতেই ছেড়েছি আমি ঘর,
এই পথ পাড়ে থেকে যাবো আমি
আরও লক্ষ কোটি বছর।

Monday, November 4, 2024

পাছে কেউ কিছু বলে

 পিছনে লোকে কিছু বলবে ভেবে যারা এগোতে সাহস করে না, তারা আসলে আর কোনওদিনই এগোতে পারে না।