আমাদের স্বপ্নভাঙা ঘর,
তোমার আজ ভরা সংসার।
কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে,
আমাদের আধখানা ইতিহাস,
তোমার প্রিয় কবিতার লাশ।
কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে,
কোনও অন্য জন্মে তোমার পাশে গিয়ে,
কোনও অন্য গল্পের উপসংহার ছিঁড়ে,
আমি থাকবো তোমায় মলাট হয়ে ঘিরে।
No comments:
Post a Comment