একটা জীবন তোমার আমার
গল্প লেখা বাকি,
তবুও তুমি মুখ ফিরিয়ে
দিচ্ছ কেন ফাঁকি?
তুমি থেকে যেও শুধু আমার হয়ে
জীবন খাতার শেষে।
তুমি থেকে যেও শুধু আমার হয়ে
শেষ ঘুমেরও দেশে।
তুমি থেকে যেও শুধু আমার হয়ে
অনেকখানি হেসে।
তুমি থেকে যেও শুধু আমার হয়ে
লক্ষ তারার বেশে।
No comments:
Post a Comment