Tuesday, March 11, 2025

আমায় মুক্তি দাও

আমি পাড়ছি না আর তোমার সাথে থাকতে,
পাড়ছি না আর তোমার হয়ে বাঁচতে,
আমি পাড়ছি না আর তোমার কথায় চলতে,
এবার আমায় মুক্তি দাও।
আমি পড়ছি ভেঙে রোজ, 
আমি করছি নতুন খোঁজ,
কেন আমার ভিতর তুমি নিখোঁজ?

আমি কাঁদছি না আর তোমার দেওয়া শব্দে,
ভাঙছি না আর তোমার লেখা ছন্দে,
আমি থাকছি না আর তোমার কোনও গল্পে,
এবার আমায় মুক্তি দাও।
আমার গল্প লেখার হাত,
আমার দুঃখ পাওয়ার ধাত,
কেন তোমার কথায় রাত
ভিজে যায়?

No comments:

Post a Comment