Tuesday, March 11, 2025

কোনও অন্য এক সকাল

কোনও অন্য এক সকাল,
ঠোঁটে অন্য কোনও নাম,
বসন্ত বয়ে যায় শুধু বয়ে যায়
মৃত পলাশ খোঁজে রঙ।
যদি পাতা ঝরা কিছু গান,
সাথে সম্পর্কের আড়াল,
শেষ বিকেলের মেঘে রঙ খুঁজে পায়
সে রঙে নূতনের আহ্বান।

No comments:

Post a Comment