আর হাওয়াতে ভাসালি মন?
সমুদ্রের উড়ে আসা বালি
গায়ে লেগে থাকে কতক্ষণ!
যেদিন আলতো হাতের আদর
মুছে দেয় তোর মনের ঝড়,
সেই কালবৈশাখী রাতে
আরও কেউ হয়তো হারিয়েছে তার ঘর।
সন্ধ্যা হাওয়াতে পাশাপাশি দুটো মন
গায়ে গা ঠেকিয়ে ঠোঁটে লেগে থাকা রঙ,
গোপনে দাগ কেটে যায় অনেক,
বন্দরে জাহাজ থামে, স্মৃতিতে ধরে জং।
No comments:
Post a Comment