Wednesday, July 9, 2025

প্রেমে পড়বে না জানি

এ চোখে বর্ষা জমে রাতে,
খুব মন খারাপের ধাতে
আমি উঠে যাই হেঁটে
মেঘ গুনবো বলে।
সেখানে পাইনা তোমায়,
মুছে বৃষ্টি এক কোণায়
সমগ্র স্মৃতি ঘেঁটে
ফিরে আসি চলে।

এ শহরে দাও ডুব খানি,
প্রেমে পড়বে না জানি
তবুও পেন্সিলে আঁকিবুঁকি,
আমি মন কেমনে থাকি।
সময়ে ভেসে যায় স্মৃতি,
নিরাকার সে আকৃতি
বুকে জমে থাকা অনুভূতি,
সময় এখনও অনেক বাকি।

No comments:

Post a Comment